আনোয়ারায় বৈরাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আনোয়ারা(চট্টগ্রাম) সংবাদদাতা :
: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আমানউল্লাহ পাড়া রাস্তার মাথায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরী, আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, সাবেক উপজেলা জামায়াতের আমীর মাষ্টার মুনসুর আলী, কোতোয়ালী থানার সাংগঠনিক সেক্রেটারি সিরাজুল ইসলাম খাঁন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন শাহ, মোহাম্মদ শহীদুল্লাহ, নুরুল ইসলাম বিএসসি, শিবির সভাপতি মোহাম্মদ শোয়াইবুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ। বৈরাগ ইউনিয়নের সভাপতি মিজানুল করিম শিহাবের সভাপতিত্বে ইউনিয়নের সেক্রেটারি আনিসুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জুলুম করে অন্যায় করেছে। জামায়াতের নেতাকর্মীদের ফাঁসি দিয়েছে। কোরআন ও হাদিসের আলোকে আগামীতে দেশ পরিচালনার জন্য জামায়াতে ইসলামী কাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গিয়ে আনোয়ারা উপজেলার ময়দানকে জামায়াতে ইসলামীর দূর্গে পরিণত করার আহবান জানান। আগামীতে যেকোন নির্বাচনে জামায়াতে ইসলাম দেশ পরিচালনার লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেন তিনি।