বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবি, নিখোঁজ ৮
মো কামরুল হোসেন সুমন,স্টাফ রিপোর্টার:
ভোলার চরফ্যাসনের দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগর মোহনায় উত্তাল ঢেউয়ের তোপে ১৩ মাঝি মাল্লা নিয়ে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এসময় সাগরে থাকা অপর জেলেরা তৎক্ষণিক ৫ জেলেকে উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন ৮ জন। নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌ-পুলিশ ও কোষ্টগার্ডের উদ্ধার অভিযান অব্যহত রয়েছে বলে ট্রলার মালিক মো. রুবেল চকিদার শুক্রবার রাতে নিশ্চিত করেছেন।
এর আগে বিকেলে মাছ শিকার শেষে ফেরার পথে ঢালচরের শিবচর এলাকার অদূরে সাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। শুক্রবার রাতে এ সংবাদ লেখা এ সংবাদ লেখা পর্যন্ত ৮ জেলে ও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান মেলেনি। তবে উদ্ধার ও নিখোঁজ জেলেদের নাম পরিচয়র জানা যায়নি।
ট্রলার মালিক মো. রুবেল চকিদার জানান, গত শুক্রবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১৩ জন মাঝি মাল্লা নিয়ে দুলার হাট থানার শুকনাখালী ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। ৮ দিন নদীতে থেকে শুক্রবার বিকালে ঘাটে ফেরার সময়ে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে ঢাল চরের শিব চর এলাকায় তার ট্রলারটি নদীতে তলিয়ে যায়। নদীতে থাকা অপর ট্রলারের জেলেরা তৎক্ষণিক ৫ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও অপর ৮ জেলে প্রবল ঢেউয়ের তোপে নিখোঁজ হন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলার মলিকের মাধ্যমে ট্রলার ডুবির খবর পেয়েছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য চরমানিকা জোনের কোষ্টগার্ডকে অবগত করা হয়েছে।