ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্বন্বয়ক সহ অন্তত ১২ জনকে আটক করেছে পুলিশ।
বরিশাল প্রতিনিধি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন দাবির অংশ হিসাবে ২/৮/২০২৪ ইং বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র – শিক্ষক সংহতি সমাবেশ থেকে ১২ জনকে পুলিশ আটক করেছে।
ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ হওয়ার কথা। কিন্তুু তার আগেই পুলিশ সেখানে অবস্থান নিয়ে মূল গেট বন্ধ করে দেয়। পরে দুপুর ১২ টায় ছাত্ররা সেখানে গেলে ১২ জনকে পুলিশ আটক করে।
আটককৃত ছাত্রদের মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভ, ভুমিকা সরকার, ও মাহমুদুল হাসান সজীব রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে, বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ আবদুর রহমান জানান, আটককৃতদের গ্রেফতার করা হয়নি। পরিস্থিতি শান্ত থাকার জন্য তাদের আটক করে থানায় আনা হয়েছে, এবং পরিস্থিতি স্বাভাবিক হলে ছেড়ে দেওয়া হবে।