ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :

ওয়াহিদ মুরাদ,খুলনা জেলা প্রতিনিধি-

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জুলাই’২০২৪ থেকে শুরু হওয়া এই মৎস্য সপ্তাহ পালন করা হবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভা কক্ষে মৎস্যজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতঃপর মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন ৩১ জুলাই বুধবার দিঘলিয়া উপজেলা পরিষদ ও মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। রেলি শেষে মৎস্য পোনা অবমুক্ত করন, আলোচনা সভা এবং স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী/ ব্যক্তি / উদ্যোক্তা/ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুম এ্যাপে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে মূল আলোচক হিসাবে বক্তব্য পেশ করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার হীরা, দিঘলিয়া থানার ওসি মোঃ বাবুল আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী এবং আরো অনেকে।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফজলুল করিম, উপজেলা কৃষি অফিসার কিশোর আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু তারক সাইফুল কামাল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার বিপাশা দেবি তনু, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইয়াহিয়া খান, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, সহকারি প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, উপজেলা তথ্য অফিসার সাইদা খাতুন, উপজেলা আনসার ভিডিপি অফিসার শামসুন্নাহার খানম, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবী বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও আরো অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
৮১ বার পড়া হয়েছে

দিঘলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

ওয়াহিদ মুরাদ,খুলনা জেলা প্রতিনিধি-

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় বিপুল উৎসাহ আর উদ্দীপনা নিয়ে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০ জুলাই’২০২৪ থেকে শুরু হওয়া এই মৎস্য সপ্তাহ পালন করা হবে আগামী ৫ আগস্ট পর্যন্ত। মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সভা কক্ষে মৎস্যজীবী ও সাংবাদিকদের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অতঃপর মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিন ৩১ জুলাই বুধবার দিঘলিয়া উপজেলা পরিষদ ও মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। রেলি শেষে মৎস্য পোনা অবমুক্ত করন, আলোচনা সভা এবং স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী/ ব্যক্তি / উদ্যোক্তা/ প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুম এ্যাপে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-০৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে মূল আলোচক হিসাবে বক্তব্য পেশ করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার হীরা, দিঘলিয়া থানার ওসি মোঃ বাবুল আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী এবং আরো অনেকে।

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ফজলুল করিম, উপজেলা কৃষি অফিসার কিশোর আহমেদ, উপজেলা প্রকৌশলী আবু তারক সাইফুল কামাল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার বিপাশা দেবি তনু, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইয়াহিয়া খান, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, সহকারি প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, উপজেলা তথ্য অফিসার সাইদা খাতুন, উপজেলা আনসার ভিডিপি অফিসার শামসুন্নাহার খানম, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন, ইদ্রিস আলী, আব্দুর রাজ্জাক, উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবী বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও আরো অনেকে।