স্বামী-স্ত্রী পরিচয়ে গাঁজা পাচার ১৬ কেজি গাঁজাসহ ২ জন আটক
এস এম হুমায়ূন কবীর:
কথিত স্বামী-স্ত্রী পরিচয়ে মাদক দ্রব্য সরবরাহের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (ডিএনসি) কুমিল্লা শাখা কার্যালয়।
৭ ফেব্রুয়ারি শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং উপপরিদর্শক তমাল মজুমদারের নেতৃত্বে কুমিল্লার বুড়িচং থানাধীন নিমসার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে হোমনাগামী একতা বাস তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করে আভিযানিক দল।
আটককৃতরা হলো:- (১)মো. হোসেন মিয়া (২৯) – কুমিল্লা জেলার কোতয়ালী থানার শুভপুর গ্রামের নাছির মিয়ার ছেলে।(২)শারমিন আক্তার (২০) – কুমিল্লা জেলার কোতয়ালী থানার আড়াইওড়া গ্রামের জনি মিয়ার স্ত্রী।
আটককৃতরা প্রথমে নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা আসলে কথিত স্বামী-স্ত্রী পরিচয়ে গাঁজা পাচার করছিল।নারী মাদক কারবারীর প্রকৃত স্বামীকে মুখোমুখি করার পর আসল ঘটনার প্রকাশ পায়।
জানা যায় শারমিন আক্তার তার স্বামীর অগোচরে মোবাইল ফোনের মাধ্যমে আসামি হোসেন মিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে।এরপর কথিত স্বামী-স্ত্রী পরিচয়ে লোকাল বাসে কুমিল্লা থেকে গাঁজা নিয়ে প্রথমে দাউদকান্দি যায় এবং পরে অন্য বাসে করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে যাত্রা করেন বলে তারা স্বীকার করে।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর( ডিএনসি)র পক্ষ থেকে উপপরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
Show quoted text