সিলেট বিভাগে ১৯ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা
সিলেট প্রতিনিধি :
সিলেট বিভাগের সবগুলো নির্বাচনী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে (৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিক ভাবে বিভাগরে ১৯ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
সিলেট: বিভাগের সর্বস্তরের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত অনলাইন সমাবেশে ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন তিনি। বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সিলেটের ১৯টি আসনের প্রার্থী চূড়ান্ত হয়েছে। তারা জনগণের কাছে থেকে কাজ করছেন।
সিলেট সদর উপজেলা ও সিটি করর্পোরেশন এলাকা নিয়ে সিলেট-১ আসনে প্রার্থী হচ্ছেন এহসানুল মাহবুব জুবায়ের নিজেই। অন্য আসনগুলোর প্রার্থী হচ্ছেন, প্রফেসার এম এ হান্নান (সিলেট-২), মাওলানা লোকমান আহমদ (সিলেট-৩), জয়নাল আবেদীন (সিলেট-৪), হাফেজ আনোয়ার হোসেন খান (সিলেট-৫) ও সেলিম উদ্দিন (সিলেট-৬)।
সুনামগঞ্জের : প্রার্থীরা হলেন, মাওলানা তোফায়েল আহমেদ খান (সুনামগঞ্জ-১), অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির (সুনামগঞ্জ-২), অ্যাডভোকেট ইয়াছিন খান (সুনামগঞ্জ-৩), অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদদীন (সুনামগঞ্জ-৪), মাওলানা আবদুস সালাম আল মাদানী (সুনামগঞ্জ-৫)।
মৌলভীবাজারের: প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম (মৌলভীবাজার-১), মো. শাহেদ আলী (মৌলভীবাজার-২), মো. আবদুল মান্নান ( মৌলভীবাজার-৩), মো. আবদুর রব (মৌলভীবাজার-৪)।
হবিগঞ্জের: ৪টি আসনের প্রার্থীরা হচ্ছেন, মো. শাহজাহান আলী (হবিগঞ্জ-১), শেখ জিল্লুর রহমান আজমী (হবিগঞ্জ-২), অধ্যক্ষ কাজী মহসিন আহমেদ (হবিগঞ্জ-৩), কাজী মাওলানা মুখলিছুর রহমান (হবিগঞ্জ-৪)।
Show quoted text