বাকেরগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় এইচএসসি পরীক্ষার্থী রক্তাক্ত যখম।
(বরিশাল) প্রতিনিধি-
বাকেরগঞ্জের নিয়ামতিতে কিশোর গ্যাংয়ের হামলায় কামরুল হাসান জাহিদ হাওলাদার নামে একজন এইচএসসি পরীক্ষার্থী রক্তাক্ত জখম হয়েছে । গুরুতর আহত জাহিদকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৫/৮/২০২৪ বৃহস্পতিবার ৮ টায় উপজেলার ১৪ নং নিয়ামতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কালাচাঁদ দাসের বসতবাড়ির সামনে সুইজগেটের দক্ষিণ পাশে সরকারি রাস্তার উপর এ ঘটনা ঘটে।
উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোঃ সুলতান হাওলাদারের পুত্র জাহিদ নিয়ামতি সিএনবি ডিগ্রি কলেজের (মানবিক) শাখার একজন মেধাবী ছাত্র। সে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা কেন্দ্রের একজন পরীক্ষার্থী।
আহত জাহিদের পিতা মোঃ সুলতান হাওলাদার বাদি হয়ে বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জাহিদ হাওলাদার (১৫ই আগষ্ট) বৃহস্পতিবার রাত ৮টার সময় নিয়ামতি বাজার থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে যাবার সময় কিশোর গ্যাং সাইফুল হাওলাদার ও সজীব সরদারসহ ৭-৮ জন ধারালো অস্ত্র নিয়ে পিছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলায় জাহিদ মারা গেছে ভেবে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। হামলাকারীরা যাবার সময় তার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, নিয়ামতিতে কিশোর গ্যাংয়ের হাতে একজন পরীক্ষার্থী আহতের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। অতি দ্রুত মামলা এজাহার করে আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বরিশাল প্রতিনিধি
মোবাইল ০১৭৫২১৪৬৬৬৮
ইমেইল jahidulislamhalencha@gmail. Comnn