গাজীপুরে ড্রেনে গরু আটকা, তানোরে নলকূপের গর্তে শিশু নিখোঁজ: দুই জায়গায় টানা উদ্ধার অভিযান
গাজীপুরে ড্রেনের খোলা ঢাকনায় গরু আটকা, তানোরে নলকূপের গর্তে ২ বছরের শিশু নিখোঁজ—দুই জায়গায় উদ্ধার অভিযান
গাজীপুরে রাস্তার পাশে ড্রেনের ঢাকনা দীর্ঘদিন ধরে খোলা থাকায় একটি গরু ভেতরে আটকে যাওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়।
স্থানীয়রা জানান, ড্রেনের ঢাকনা বহুদিন ভাঙা অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি। ঘটনার পর এলাকাবাসী একত্রিত হয়ে গরুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। তবে গরুটি তোলা গেছে কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, গাজীপুরের বিভিন্ন সড়কে ভাঙা বা খোলা ড্রেনের ঢাকনার কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। স্থানীয়রা দ্রুত সিটি করপোরেশনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এদিকে রাজশাহীর তানোর উপজেলায় খোলা নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারে টানা প্রচেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে শিশুটি প্রায় ১৫০-২০০ ফুট গভীর গর্তে পড়ে যায়। স্বাধীন ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাতভর ও পরদিন সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত মাত্র ৩০ ফুট পর্যন্ত খনন করা সম্ভব হয়েছে। শিশুটি আটকে থাকার সময় পেরিয়ে গেছে প্রায় ২২ ঘণ্টা।
উদ্ধারকর্মীরা জানান, গর্তটি খুবই সরু ও অতিরিক্ত গভীর হওয়ায় কাজটি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে সর্বোচ্চ সতর্কতা নিয়ে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, রাস্তার পাশে খোলা গর্ত, ভাঙা ড্রেনের ঢাকনা ও অবহেলায় তৈরি ঝুঁকিপূর্ণ স্থাপনা জনজীবনে বড় ধরনের বিপদ ডেকে আনছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।











