ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সাইনবোর্ড প্রেস ক্লাবের বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার :
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শনিবার সকাল ১০ ঘটিকার সময় সাইনবোর্ড প্রেস ক্লাবের উদ্যোগে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়, উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সাইনবোর্ড প্রেস ক্লাবের সভাপতি এম আই ফারুক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি এম জি কিবরিয়া, সাধারণ সম্পাদ এনামুল কবির, সহ-সভাপতি রিয়াদুল ইসলাম আফজাল, সহ-সভাপতি শাহনেওয়াজ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল শিকদার, ইমরান মুন্সী, ডেমরা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ আর হানিফ, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসান মজুমদার বাবলু, কালের কন্ঠের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান নূর, সাইনবোর্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হোসেন সিকদার, যুব ক্রীড়া সম্পাদক মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ মনিরুজ্জামান ভূঁইয়া, কল্যাণ সম্পাদক পাথর আহমেদ, দপ্তর সম্পাদক তানবীর সিদ্দিকী, আরো উপস্থিত ছিলেন দেশ সময় টিভির চেয়ারম্যান সারোয়ার হোসেন জীবন, ক্লাবের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চুন্নু চৌধুরী, লিখল আহমেদ, মাকসুদুর রহমান নয়ন, আখিনুর চৌধুরী, মান্নান আহমেদ মুন্না, সালমান শুভ, মিলন আহমেদ, মনির হোসেন মৃধা, আরিফুল ইসলাম আরিফ, আলী আকবর, সিকো চাকমা, মোঃ ইকবাল হোসেন, কবির বাবুল, মিরপুর প্রেস ক্লাবের সাদ্দাম হোসেন মুন্না ও কাজী সোহান মতিন ও অন্যান্য সাংবাদিকবৃন্দ, এ সময় বক্তারা বলেন ফিলিস্তিনি মুসলিম ও শিশু নারী-পুরুষদের কে নির্বিচারে হত্যা বন্ধ করতে দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।