পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় আরাও পাঁচজন গ্রেফতার
শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না ভ্রাম্যমাণ প্রতিনিধি
নারায়ণগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে জেলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৭ জন।এ যাবৎ নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ ১আগস্ট বৃহস্পতিবার দুপুরেএ তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মোঃ কামরুল ইসলাম মিঞা।
পুলিশ জানায়, কোটা আন্দোলনের সুযোগ নিয়ে আসামিরা চাষাঢ়া মোড়, ২নং রেলগেট, সদর থানা, ফতুল্লা থানার জালকুড়ি, ভূঁইগড়, সাইনবোর্ড, সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল, চিটাগাং রোড, ডাচ্-বাংলা ব্যাংকের মোড়ে পুলিশের ওপর আক্রমণ, সরকারি অফিস সার্ভিসের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ছাড়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও পুলিশ পিবিআইএ অফিসেও তারা হামলা করে। এছাড়াও কাঁচপুর মেঘনা টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে।
সেই সাথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এসবি গার্মেন্ট, যুব উন্নয়ন অধিদপ্তর, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, সাইনবোর্ড হাইওয়ে পুলিশ বক্স, বন্দর ধামগড় ফাঁড়ি, জালকুড়ি শীতল বাস ডিপো পুড়িয়ে দেয়। শিমরাইল ডাচ্-বাংলা ব্যাংকের মোড়ে হাইওয়ে পুলিশ বক্সে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এক পর্যায়ে গত ২১ জুলাই পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে নাশকতাকারীদের অপসারণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। গত (৩১ জুলাই)বুধবার পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা ছিল ৬০২ ।