ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধে তিন জনকে কুপিয়ে জখম, একজন গ্রেপ্তার।

নিজস্ব সংবাদ :

(বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত সাব্বির হাওলাার (১৬), মোসাঃ মিম বেগম (২০) ও শাহিন হাওলাদার (২৫) কে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

থানা পুলিশ আসামী জাকির হাওলাদারকে বৃহস্পতিবার ১৮ জুলাই ভরপাশা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

১৫/৯/২০২৪ ইং রবিবার দুপুর ২টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের ভারপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরে করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের মোঃ আইয়ুব আলী হাওলাদারের চলাচলের রাস্তা দিয়ে একই এলাকার জাকির হাওলাদাররা দীর্ঘদিন যাবত চলাচল করেছে। এ ঘটনা নিয়ে তার দুই পুত্র সাব্বির ও শাহিন প্রতিবাদ জানালে তাদেরকে খুনজখম করবে বলে প্রতিপক্ষরা হুমকি দেয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৫ সেপ্টেম্বর দুপুর ২ টায় প্রতিপক্ষ জাকির ও সিয়ামসহ ৭-৮ জন ধারালো দা ও লাঠিসোঠা নিয়ে তার বসতঘরে অনধিকার প্রবেশ করে পুত্র সাব্বির ও পুত্রবধূ মিমকে পিটিয়ে গুরুতর জখম করে। তার আরেক পুত্র শাহিন তাদেরকে বাঁচাতে গেলে৷ তাকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের ডাকচিৎকার শুনে এসে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহত মিম বেগম জানান, প্রতিপক্ষ জাকির হাওলাদার প্রভাবশালী বিধায় তার হুমকিতে তিনিসহ পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সহযোগীতা কামনা করেছেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, মারামারির ঘটনায় মামলা দায়ের হওয়ায় পুলিশ জাকির হাওলাদার নামের একজনকে গ্রেপ্তার করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
৮৬ বার পড়া হয়েছে

বাকেরগঞ্জে জমি জমা সংক্রান্ত বিরোধে তিন জনকে কুপিয়ে জখম, একজন গ্রেপ্তার।

আপডেট সময় ০৮:২১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

(বরিশাল) প্রতিনিধি

বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
আহত সাব্বির হাওলাার (১৬), মোসাঃ মিম বেগম (২০) ও শাহিন হাওলাদার (২৫) কে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

থানা পুলিশ আসামী জাকির হাওলাদারকে বৃহস্পতিবার ১৮ জুলাই ভরপাশা গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

১৫/৯/২০২৪ ইং রবিবার দুপুর ২টায় পৌরসভার ৬নং ওয়ার্ডের ভারপাশা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরে করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের মোঃ আইয়ুব আলী হাওলাদারের চলাচলের রাস্তা দিয়ে একই এলাকার জাকির হাওলাদাররা দীর্ঘদিন যাবত চলাচল করেছে। এ ঘটনা নিয়ে তার দুই পুত্র সাব্বির ও শাহিন প্রতিবাদ জানালে তাদেরকে খুনজখম করবে বলে প্রতিপক্ষরা হুমকি দেয়। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত ১৫ সেপ্টেম্বর দুপুর ২ টায় প্রতিপক্ষ জাকির ও সিয়ামসহ ৭-৮ জন ধারালো দা ও লাঠিসোঠা নিয়ে তার বসতঘরে অনধিকার প্রবেশ করে পুত্র সাব্বির ও পুত্রবধূ মিমকে পিটিয়ে গুরুতর জখম করে। তার আরেক পুত্র শাহিন তাদেরকে বাঁচাতে গেলে৷ তাকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাদের ডাকচিৎকার শুনে এসে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
আহত মিম বেগম জানান, প্রতিপক্ষ জাকির হাওলাদার প্রভাবশালী বিধায় তার হুমকিতে তিনিসহ পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সহযোগীতা কামনা করেছেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, মারামারির ঘটনায় মামলা দায়ের হওয়ায় পুলিশ জাকির হাওলাদার নামের একজনকে গ্রেপ্তার করেছে।