মতলব উত্তরে ডাকাত আতঙ্কে রাতভর পাহারা দিয়ে এলাকাবাসী আটক ২ করেছে
আমিনুল ইসলাম আল আমিন:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কিছু কিছু এলাকায় রাতে ডাকাতির খবর ছড়িয়ে পড়ছে। তাই আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ। ডাকাতি ঠেকাতে রাতভর পাহারা দিচ্ছে এলাকাবাসী। তবে উপজেলার গজরাতে ডাকাত রাত ১টার সময় ২ জনকে আটক করেছে এলাকাবাসী। আটককৃত হলেন, আটককৃত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাঙী পাড়া গ্রামের শফিকুল আলমের ছেলে মোঃ রাজিব হোসেন(৩৪) ও -মতলব উত্তর উপজেলার ডুবগী গ্রামের হরমুজ আলীর ছেলে রিপন (৩৫)। পরে থানায় খবর দিলে মতলব উত্তর থানার এসআই রতন মিয়া তাদের আটক করে থানায় নিয়ে আসে।
মতলব উত্তর উপজেলার ছেংগারচর, নওদোনা, এখলাছপুর, পাচআনী, গজরা, ফরাজি কান্দিসহ বিভিন্ন এলাকায় ডাকাতির চেষ্টা হচ্ছে বলে মসজিদের মাইকে প্রচার করা হয়েছে। জানা যায় ১৭ আগষ্ট রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত ঢাকাত আতঙ্কে কিছু কিছু এলাকায় রাত জেগে পাহারা বসিয়েছে ছাত্র–জনতাসহ এলাকাবাসী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পোস্ট করা হচ্ছে এমন তথ্য।
এ বিষয়ে উপজেলার ভিটি লতুরদী গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে বেলাল হোসেন একটি ড মামলা দায়ের করেন।
এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, মতলব উত্তরে বিভিন্ন স্থানে ডাকাতির খবর ছড়িয়ে পড়েছে, এলাকাবাসী রাতভর পাহারা দিয়ে গজরার ডুবগীতে দুই জন আটক করেছে। তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং তদন্ত অব্যহত আছে।