দিঘলিয়া আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন
।
ওয়াহিদ মুরাদ, খুলনা জেলা প্রতিনিধি-
বিগত ৫ জুলাই, ২০২৪ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছিলেন। তারই ধারাবাহিকতায় ৩০ জুলাই, ২০২৪ রোজ মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক -এর নির্দেশনায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃক বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণের মাধ্যমে ৩০ জুলাই মঙ্গলবার সকালে দিঘলিয়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সম্মুখে এই কার্যক্রমের উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন নাহার খানম। উদ্বোধনী বক্তব্যে শামসুন নাহার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিলল্প নেই। তাই সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান এবং বৃক্ষরোপণের সাথে সাথে রোপণকৃত বৃক্ষের যথাযথ দেখভাল ও পর্যবেক্ষণ করার আহ্বান করেন। তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায়, জলবায়ু সংরক্ষণে, জমির ক্ষয়রোধ, বনজসম্পদে সমৃদ্ধ হওয়া সবকিছুর জন্য চাই বন। বনকে অবহেলা করা মানে নিজের উন্নতিতে আঘাত হানা। বর্তমান প্রাকৃতিক পরিবেশের যে ভয়াবহ অবস্থা তা থেকে বাঁচতে হলে এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিহার্য । তাই বৃক্ষরোপণ কর্মসূচি আধুনিক মানুষের জীবনে এক প্রাণের উৎসব। তিনি আরও বলেন ২০২৪ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব টেকসই এবং উন্নত বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।”
উক্ত অনুষ্ঠানে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে আরও বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. মিলন মিয়া ও মো.বোরহানুর রহমান। তাছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আনসার ও ভিডিপির কর্মকর্তা, বিভিন্ন দলের দলনেতা, সদস্য ও কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের মধ্যে ফল, ফুল, বনজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হয়। সবুজায়নের সঙ্গে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে দিঘলিয়া উপজেলা আনসার ও ভিডিপি এই কর্মসূচির আয়োজন করে।















