মতলব উত্তরে রমজান উপলক্ষে হোটেল রেস্তোরাঁ খোলা রাখলেই জরিমানা
নিজস্ব প্রতিবেদক।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় মতলব উত্তরের দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধসহ সব ‘অশ্লীলতা’ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার বণিক সমিতি।
গতকাল শনিবার রাতে ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি ও সুজাতপুর বাজার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত নোটিশের জানানো হয়েছে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দিনের ৩টা পর্যন্ত হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে বাজার ব্যবস্থাপনা কমিটি।
ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মান্নান লস্কর বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় আমরা বণিক সমিতির সকলের পরামর্শে হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকান দিনের ৩টা পর্যন্ত বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত অমান্য করলে ৩হাজার টাকা জরিমানা করা হবে।
সুজাতপুর বাজার বণিক সমিতির সভাপতি রোকন উদ্দিন জানান, সুজাতপুর বাজারে দিনে খাবার হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ অমান্য করলে ১হাজার টাকা জরিমানা করা হবে।
ছবি ক্যাপশন:
মতলব উত্তরে রমজান উপলক্ষে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার নোটিশ দিয়েছেন ছেংগারচর ও সুজাতপুর বাজার বণিক সমিতি।