জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে দিঘলিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত।
ওয়াহিদ মুরাদ, খুলনা জেলা প্রতিনিধি
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
খুলনার দিঘলিয়া উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন বিষয়ক উপজেলা কমিটির আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সভা কক্ষে ৩০ জুলাই মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, সিনিয়র মৎস্য অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার, বিভিন্ন পদের রাজনৈতিক ব্যক্তিবর্গ, মৎস্য চাষের ক্লাস্টার পদ্ধতির সভাপতি বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে।
প্রাপ্ত তথ্য মতে, ৩০ জুলাই থেকে ০৫ আগষ্ট ২০২৪ খ্রিঃ পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা, মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি ও যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে জনগণকে সম্পৃক্ত করার জন্য প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় খুলনার দিঘলিয়া উপজেলা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ ৩০ জুলাই মঙ্গলবার মাইকিং, ব্যানার ও ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো, আগামীকাল ২য় দিন বুধবার ১১ টায় বর্ণাঢ্য সড়ক র্যালি, মাছের পোনা অবমুক্ত করণ, ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান এবং ১২ টা ৩০ মিনিটে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন। ৩য় দিন বৃহস্পতিবার সকাল ১১ টায় মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময়। ৪র্থ দিন শুক্রবার সকাল ১০টায় মৎস্যচাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর/জলাশয় এর পানির ভৌত- রাসায়নিক পরীক্ষা এবং বিকাল ৩ টায় “নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা। ৫ ম দিন শনিবার সকাল ১০টায় মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুর/জলাশয় এর পানির ভৌত- রাসায়নিক পরীক্ষা এবং বেলা ১২টায় মৎস্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা। ৬ষ্ঠ দিন রবিবার বেলা ১১ টায় থাকবে সুফল ভোগীদের মাঝে উপকরণ বিতরণ। মৎস্য সপ্তাহের ৭ ম দিন ৫ আগস্ট সোমবার অর্থাৎ শেষ দিন বেলা১১ টায় থাকবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।
উল্লেখ থাকে যে, ৩১ জুলাই বুধবার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।