ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে গ্রাফিতিতে স্বাধীনতা।

নিজস্ব সংবাদ :

জাহেদুল ইসলাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
গত ৫ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের এক দফায় বাধ্য হয়ে শেখ হাসিনার সরকার পদত্যাগ করার পর দেশের বিভিন্ন স্থানে ভাংচুর এবং হামলা হয়। চট্টগ্রামের সমস্ত দেয়ালগুলো পরিত্যক্ত হয়ে যায়। চট্টগ্রাম শহরের সমস্ত দেয়াল সংস্কারের দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। সেই হিসাবে চট্টগ্রামের একে খান বিদ্যুৎ অফিসের পরের দেয়াল গুলোতে থাকা বিভিন্ন ধরনের ব্যাক্তির বোর্ড থাকায় ভাংচুর হয় এবং সেক্ষেত্রে পরিত্যক্ত দেয়ালগুলোতে গ্রাফিতি আঁকার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একে খান রোড চট্টগ্রাম শহর থেকে একটু দূরে হওয়ার কারনে তেমন কোনো শিক্ষার্থী এখানে আসেনি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আফসান এবং মাঝহার এর মাধ্যমে চট্টগ্রামের একটি সামাজিক সংগঠন ভয়েজ ওফ চট্টগ্রাম এগিয়ে আসে এই কাজে ।আফসান এবং মাঝহার নিজেও এই সংগঠনের সদস্য। তারা তাদের নিজস্ব অর্থায়নে এই কাজটি সম্পূর্ণ করে। তাদের মোট সদস্য ছিলো ৩৫ জন। তারা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা বিভিন্ন ধরনের ধর্মীয় সম্প্রীতি, প্রতিবাদী বাক্য সহো বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি করেন শিক্ষার্থীরা ।

সেইসাথে সেখানে তারা যমুনা টেলিভিশন কে নিয়ে একটি চিত্র তুলে ধরেন এবং ধন্যবাদ জানানো হয় যমুনা টেলিভিশনকে যারা এই পুরো আন্দোলনে সঠিক নিউজ সম্প্রাচার করেন।। যমুনা টেলিভিশনের চিত্রটি অংকন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইতা তাবাসসুম। এছাড়াও এই সংস্কার কাজে উপস্থিত ছিলেন তানজিদ, শাহরিয়ার রিয়াজ আহাদ,ইসতিয়াক,মাঝহারুল ইসলাম,নাইম উদ্দিন, জুবায়ের, আলিফ, আসিফ,সাইমা আমিন, রায়দা,অন্তরা রাইসা, খাদিজা, লামিয়া, হাবিবা,জান্নাত,সানজিদা সহো আরো অনেকেই। তাদের একটাই প্রত্যাশা জনগনকে সচেতন থাকতে হবে আমরা যতোদিন না নিজেরা ঠিক না হয় দেশ কখনো ঠিক হতে পারবেনা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
৬৫ বার পড়া হয়েছে

চট্টগ্রামে গ্রাফিতিতে স্বাধীনতা।

আপডেট সময় ০২:২৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪

জাহেদুল ইসলাম স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
গত ৫ আগস্ট ২০২৪ শিক্ষার্থীদের এক দফায় বাধ্য হয়ে শেখ হাসিনার সরকার পদত্যাগ করার পর দেশের বিভিন্ন স্থানে ভাংচুর এবং হামলা হয়। চট্টগ্রামের সমস্ত দেয়ালগুলো পরিত্যক্ত হয়ে যায়। চট্টগ্রাম শহরের সমস্ত দেয়াল সংস্কারের দায়িত্ব নেয় শিক্ষার্থীরা। সেই হিসাবে চট্টগ্রামের একে খান বিদ্যুৎ অফিসের পরের দেয়াল গুলোতে থাকা বিভিন্ন ধরনের ব্যাক্তির বোর্ড থাকায় ভাংচুর হয় এবং সেক্ষেত্রে পরিত্যক্ত দেয়ালগুলোতে গ্রাফিতি আঁকার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একে খান রোড চট্টগ্রাম শহর থেকে একটু দূরে হওয়ার কারনে তেমন কোনো শিক্ষার্থী এখানে আসেনি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আফসান এবং মাঝহার এর মাধ্যমে চট্টগ্রামের একটি সামাজিক সংগঠন ভয়েজ ওফ চট্টগ্রাম এগিয়ে আসে এই কাজে ।আফসান এবং মাঝহার নিজেও এই সংগঠনের সদস্য। তারা তাদের নিজস্ব অর্থায়নে এই কাজটি সম্পূর্ণ করে। তাদের মোট সদস্য ছিলো ৩৫ জন। তারা চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা বিভিন্ন ধরনের ধর্মীয় সম্প্রীতি, প্রতিবাদী বাক্য সহো বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি করেন শিক্ষার্থীরা ।

সেইসাথে সেখানে তারা যমুনা টেলিভিশন কে নিয়ে একটি চিত্র তুলে ধরেন এবং ধন্যবাদ জানানো হয় যমুনা টেলিভিশনকে যারা এই পুরো আন্দোলনে সঠিক নিউজ সম্প্রাচার করেন।। যমুনা টেলিভিশনের চিত্রটি অংকন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুমাইতা তাবাসসুম। এছাড়াও এই সংস্কার কাজে উপস্থিত ছিলেন তানজিদ, শাহরিয়ার রিয়াজ আহাদ,ইসতিয়াক,মাঝহারুল ইসলাম,নাইম উদ্দিন, জুবায়ের, আলিফ, আসিফ,সাইমা আমিন, রায়দা,অন্তরা রাইসা, খাদিজা, লামিয়া, হাবিবা,জান্নাত,সানজিদা সহো আরো অনেকেই। তাদের একটাই প্রত্যাশা জনগনকে সচেতন থাকতে হবে আমরা যতোদিন না নিজেরা ঠিক না হয় দেশ কখনো ঠিক হতে পারবেনা।