লক্ষ্মীপুরে চাচাকে মারধর করে চাঁদা দাবির অভিযোগ ভাতিজার বিরুদ্ধে
লক্ষ্মীপুর প্রতিনিধি
————————-
লক্ষ্মীপুরের রামগঞ্জে আপন চাচা আব্দুল মতিন ভূঁইয়া,কে বেধম মারধর করে ২৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ ভাতিজা সাবেক চেয়ারম্যান কামাল হোসেন ভূঁইয়া,র বিরুদ্ধে। অভিযুক্ত কামাল হোসেন ভূঁইয়া চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর গ্রামের আব্বাস আলী ভূঁইয়া বাড়ির মৃত আব্দুর রশীদ ভূঁইয়া,র ছেলে। তিনি চন্ডিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। ভুক্তভোগী আব্দুল মতিন ভূঁইয়া একই গ্রাম ও বাড়ির মৃত মৌলভী লুৎফুর রহমান ভূঁইয়া,র ছেলে। অভিযুক্ত কামাল হোসেন ভূঁইয়া,র সাথে একই বাড়ির মৃত আলী আহাম্মদ ভূঁইয়া,র ছেলে শাহজাহান, মৃত হাবিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান টিটু, ফতেহপুর নোয়া বাড়ির মৃত হাবিব উল্লাহ,র ছেলে ফারুক মেম্বার, ফতেহপুর এসহাক পাটওয়ারী বাড়ির এসহাক পাটওয়ারীর ছেলে বিল্লালও এ চাঁদা দাবির সাথে জড়িত। ঘটনাটি ঘটে (১৯ অক্টোবর) ২০২৪ইং তারিখ শনিবার বিকেলে অভিযুক্ত কামাল হোসেন ভূঁইয়া,র বসতঘরে। সরেজমিনে গিয়ে জানা যায়, অভিযুক্তদের সংঘবদ্ধ একটি চক্র এলাকায় বিভিন্ন ত্রাস সৃষ্টি করে আসছে। ভুক্তভোগী আব্দুল মতিন ভূঁইয়া,র বসতবাড়ি থেকে একটু অদূরে প্রায় ৯ একর জমির উপরে একটি দিঘী ওয়ারিশ সূত্রে মালিক ও ভোগদখলে থেকে ইজারা দিয়ে চাষাবাদ করে আসছে। এতে ইজারাদারকে প্রায় সময় বাধা সৃষ্টি করতেন অভিযুক্তরা। একসময় আব্দুল মতিন ভূঁইয়া রাগেরবসত হয়ে ঔই দিঘী দেড় কোটি টাকা বিক্রি করে দেন। এমন সংবাদ পেয়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আব্দুল মতিন ভূইয়া,কে খুঁজে বের করে তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে তার কাছ থেকে ২৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করিলে তাকে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন জায়গায় নিলাপুলা জখম করে আইনের আশ্রয় নিলে প্রাণে হত্যা করিবে বলে হুমকি-ধামকি দিয়ে ঘটনার স্থল ত্যাগ করেন। পরে চিকিৎসা শেষে আব্দুল মতিন ভূঁইয়া ১১ নভেম্বর ২০২৪ইং তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী অঞ্চল রামগঞ্জ পেনাল কোড ১৮৬০ এ ১৪৩ ৩২৩ ৩৮৫ ৫০২ দণ্ডবিধির ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের দায়ভার দেওয়া হয়েছে রামগঞ্জ থানার এসআই আব্দুস শুকুর,কে। তিনি বিষয়টি গভীরভাবে তদন্ত করছেন বলে বৈশাখীর নিউজকে নিশ্চিত করেন। এ বিষয়ে অভিযুক্ত কামাল হোসেন ভূঁইয়া,র বক্তব্য নেওয়ার জন্য বারবার চেষ্টা করে তাকে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায় আব্দুর রশিদ ভূঁইয়ার বিরুদ্ধে কামাল হোসেন ভূঁইয়া,র গংরা গাছ কাটার একটি কাউন্টার মামলা করেন।