গজারিয়ায় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সীমাহীন দূর্ভোগে সাধারণ মানুষ
রাজু আহমেদ গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলন এর প্রভাবে দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্যের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে সীমাহীন দূর্ভোগে পড়ছে সাধারণ মানুষ। মুষ্টিমেয় কিছু মধ্যবিত্ত, নিম্নবিত্ত শ্রেণীর মানুষ দৈনন্দিন চাহিদা পূরণে হিমশিম খাচ্ছেন।
সরেজমিনে উপজেলার ভবেরচর বাজার, ভাটেরচর বাজার, তেতৈতলা মেঘনা ঘাট, হোসেন্দী বাজার, রসুলপুর বাজার ঘুরে দেখা গেছে কাঁচা বাজার থেকে শুরু করে প্রতিটি দ্রব্যমূল্যই আকাশ ছোঁয়া প্রতিদিনই বাড়ছে পন্যের দাম।
মানুষের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে
এর ওপর রয়েছে সন্তানদের লেখাপাড়ার
খরচ এমন অবস্থায় পৌছেছে
মানুষজন কোনো হিসাবই মেলাতে পারছেন না। দুই সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিপ্রতি বেড়েছে দ্বিগুন, মুরগির দামও বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। চাল, আটা, ময়দাসহ কনফেকশনারি পন্যের দামও বেড়েছে। ৫০ টাকা কেজির আটা হয়েছে ৬০ টাকা, ৬৫ টাকা কেজির ময়দ্য হয়েছে ৭০-৭৫ টাকা। চিনির কেজি ২৫ টাকা
বেড়ে হয়েছে ১৩৫ টাকা। বোতল জাত সয়াবিন তেল প্রতি লিটার ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার করতে আসা মানুষজনকে দরদাম নিয়ে কিছু জিজ্ঞাসা করলে হতাশা, ক্ষোভ আর অসন্তোষের কথাই তাঁরা বলেন। এদিকে চাউলের দোকানিদের কাছ জানা যায় চাউলের বস্তা প্রতি প্রকার ভেদে বেড়েছে ২০০-৩০০টাকা।