ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ৭৩ দেশের জাতীয় সঙ্গীত গাইলেন সিফাত খান

নিজস্ব সংবাদ :

স্টাফ রিপোর্টার :
সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ৭৩ দেশের জাতীয় সঙ্গীত গেয়ে অভিনন্দিত হয়েছেন সিফাত খান। জাতীয় সাংস্কৃতিকধারার সাধারণ সম্পাদক কথাশিল্পী শান্তা ফারজানার সভাপতিত্বে আজ বিকেলে সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ‘নতুনের কবিতা-ছড়া-গান’ শীর্ষক আয়োজনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে ৭৩ টি দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদ-এর মফস্বল বার্তা সম্পাদক কবি আলম হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবি সাইফুল ইসলাম চৌধুরী ও শাহাদাত হোসেন খান আশিক। কবিতা-ছড়া ও গান পরিবেশনে অংশ নেন কবি বিমল সাহা, কবি বশির উদ্দিন, কবি আলতাফ হোসেন রায়হান, কবি তসলিমা আক্তার, কবি আবু বকর সিদ্দীক, ছড়াকার জিকরুল ইসলাম, মাহফুজ ইকরাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমরা চাই নতুন প্রজন্মের প্রতিনিধিরা লেখালেখির মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ থাকুক সবসময়।

উল্লেখ্য, বিশ্বের শতাধিক দেশের জাতীয় সঙ্গীত শতাধিক ভাষায় ও সুরে গেয়ে গিনেসবুকে নাম লেখানোর প্রত্যয়ে সিফাত হোসেন খান নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
————————————————
(আলেয়া বেগম)
সহকারী পরিচালক
০১৭১২৭৪০০১৫
——————-


Momin Mahadi
Chief Editor
www.banglareport24.com

মোমিন মেহেদী
চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ-এনডিবি
natundharabd.org
৩৩ তোপখানা রোড(নীচতলা, ৭/এ) ঢাকা ১০০০
০১৭১২৭৪০০১৫

মোমিন মেহেদী MOMIN MAHADI MOMIN MAHADI

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
৮৯ বার পড়া হয়েছে

সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ৭৩ দেশের জাতীয় সঙ্গীত গাইলেন সিফাত খান

আপডেট সময় ০৭:০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

স্টাফ রিপোর্টার :
সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ৭৩ দেশের জাতীয় সঙ্গীত গেয়ে অভিনন্দিত হয়েছেন সিফাত খান। জাতীয় সাংস্কৃতিকধারার সাধারণ সম্পাদক কথাশিল্পী শান্তা ফারজানার সভাপতিত্বে আজ বিকেলে সাউন্ডবাংলা-পল্টনাড্ডায় ‘নতুনের কবিতা-ছড়া-গান’ শীর্ষক আয়োজনে বাংলাদেশের জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে ৭৩ টি দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক সংবাদ-এর মফস্বল বার্তা সম্পাদক কবি আলম হোসেন। বিশেষ অতিথি ছিলেন কবি সাইফুল ইসলাম চৌধুরী ও শাহাদাত হোসেন খান আশিক। কবিতা-ছড়া ও গান পরিবেশনে অংশ নেন কবি বিমল সাহা, কবি বশির উদ্দিন, কবি আলতাফ হোসেন রায়হান, কবি তসলিমা আক্তার, কবি আবু বকর সিদ্দীক, ছড়াকার জিকরুল ইসলাম, মাহফুজ ইকরাম প্রমুখ। এসময় বক্তারা বলেন, আমরা চাই নতুন প্রজন্মের প্রতিনিধিরা লেখালেখির মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ থাকুক সবসময়।

উল্লেখ্য, বিশ্বের শতাধিক দেশের জাতীয় সঙ্গীত শতাধিক ভাষায় ও সুরে গেয়ে গিনেসবুকে নাম লেখানোর প্রত্যয়ে সিফাত হোসেন খান নিয়মিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি মতিঝিল মডেল স্কুল এ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।
————————————————
(আলেয়া বেগম)
সহকারী পরিচালক
০১৭১২৭৪০০১৫
——————-


Momin Mahadi
Chief Editor
www.banglareport24.com

মোমিন মেহেদী
চেয়ারম্যান, নতুনধারা বাংলাদেশ-এনডিবি
natundharabd.org
৩৩ তোপখানা রোড(নীচতলা, ৭/এ) ঢাকা ১০০০
০১৭১২৭৪০০১৫

মোমিন মেহেদী MOMIN MAHADI MOMIN MAHADI