কোন দলকে একক ভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ভিপি নুর
বরিশাল প্রতিনিধি।
সদ্য নিবন্ধিত দল হিসাবে আত্ম প্রকাশ করা দল গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক (নুর) বলেছেন কোন দলকে একক ভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
৬/৯/২০২৪ ইং শুক্রবার বিকাল ৫ টায় পটুয়াখালী শহীদ মিনার চত্বরে এক জন সভায় গন অধিকার পরিষদ সভাপতি ভিপি নুরুল হক ( নুর) বলেন, একক ভাবে ক্ষমতায় থাকা দলের কাছ থেকে দেশের নাগরিকরা তাদের সামাজিক অধিকার বঞ্চিত হয়। এককভাবে ক্ষমতায় থাকলে বাড়ে চাঁদা বাজি, দখলবাজি, বাজার দখল,চর দখল।
তিনি বলেন একক ভাবে ক্ষমতায় যেয়ে আর কাউকে স্বৈরাচারী, ফ্যাসিবাদী আচরণ করতে দেবনা। একক ভাবে ক্ষমতায় থাকলে কি হয় বিগত ৫৩ বছরে তা আমরা দেখেছি।
ভিপি নুর বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, বিএনপি সহ ৪২ টি ূদল নিয়া আমরা যুগপৎ আন্দোলন করেছি। কিন্তুু ক্ষমতায় যেতে না যেতেই তাদের মধ্যে আওয়ামী লীগের কর্মকাণ্ডের মত প্রতিধ্বনি শোনা যাচ্ছে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে আর কোন দলকে একক ভাবে ক্ষমতায় যেতে দেওয়া হবে না।
তিনি বলেন, ঐক্যের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে হবে।
গন অধিকার পরিষদের সভাপতি ভিপি নুর আরও বলেন, আওয়ামী লীগ, ছাত্র লীগ,যুবলীগ যে স্টাইলে রাজনীতি করেছে আপনারা যদি তা অনুসরণ করেন তাহলে জনগন দ্বারা প্রত্যাখিত হবেন।
তিনি বলেন,সরকারি কোষাগারে আমরা সবাই ভ্যাট দিব।তাই খেয়া ঘাট,ছোট লঞ্চ ঘাট, ছোট হাট বাজার দখল করে কোন চাঁদাবাজি করতে দেওয়া হবেনা।এসব হাট বাজার, লঞ্চ ঘাটের ইজারাকে কেন্দ্র করে চলে দখলবাজি ও চাঁদা বাজি।
জনসভায় গন অধিকার পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
মোঃ জাহিদুল ইসলাম
বরিশাল জেলা প্রতিনিধি