ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

“রেজিস্টার্ড চিকিৎসকদের নামের সঙ্গে (বিএমডিসি) থেকে দেওয়া রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়”

নিজস্ব সংবাদ :

আবুল বরাকাত :

রেজিস্টার্ড চিকিৎসকদের নামের সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে দেওয়া রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জনসাধারণের নিরাপদ স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বিএমডিসিকে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

গত ২০ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা বলা হয়। বিএমডিসি থেকে এই তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের নিরাপদ স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তারদের স্ব স্ব ভিজিটিং কার্ড, প্যাড, রিপোর্ট কার্ড, নেমপ্লেট, সাইনবোর্ডসহ সব ধরনের (অনলাইন/অফলাইন) পেশাগত যোগাযোগের ক্ষেত্রে বিএমডিসি’র রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা প্রয়োজন।

এছাড়া রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তারদের তাদের রেজিস্ট্রেশন নবায়ন করা এবং সাম্প্রতিক তোলা ছবি দিয়ে তাদের ডাটাবেজ আপডেট করার কথাও বলা হয়েছে। কিন্তু এখনো অধিকাংশ ডাক্তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনা ঠিকমতো পালন করতেছে না | এতে করে আমাদের দেশে ব্যাঙের ছাতার মত গজে ওঠা বিভিন্ন হাসপাতাল, ও ব্যক্তিগত চেম্বার খুলে অনেক ভুয়া ডাক্তার সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে, ডাক্তার সেজে রোগী দেখছেন, যা মাঝেমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুয়া ডাক্তারের খোঁজ পাওয়া যায় | তাই এ সকল ভুয়া ডাক্তারদের মুখোশ উন্মোচনের জন্য বিএমডিসির রেজিস্টার্ড চিকিৎসকগণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা ঠিক মতো পালন করলে আমাদের দেশে ভুয়া ডাক্তারদের কার্যক্রম বন্ধ করা সম্ভব|

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
৬০ বার পড়া হয়েছে

“রেজিস্টার্ড চিকিৎসকদের নামের সঙ্গে (বিএমডিসি) থেকে দেওয়া রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়”

আপডেট সময় ০৯:৩৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫

আবুল বরাকাত :

রেজিস্টার্ড চিকিৎসকদের নামের সঙ্গে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে দেওয়া রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জনসাধারণের নিরাপদ স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বিএমডিসিকে এই নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

গত ২০ অক্টোবর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখা থেকে উপসচিব মাহবুবা বিলকিস স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা বলা হয়। বিএমডিসি থেকে এই তথ্য জানা গেছে।

নির্দেশনায় বলা হয়েছে, জনসাধারণের নিরাপদ স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তারদের স্ব স্ব ভিজিটিং কার্ড, প্যাড, রিপোর্ট কার্ড, নেমপ্লেট, সাইনবোর্ডসহ সব ধরনের (অনলাইন/অফলাইন) পেশাগত যোগাযোগের ক্ষেত্রে বিএমডিসি’র রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করা প্রয়োজন।

এছাড়া রেজিস্ট্রেশনপ্রাপ্ত ডাক্তারদের তাদের রেজিস্ট্রেশন নবায়ন করা এবং সাম্প্রতিক তোলা ছবি দিয়ে তাদের ডাটাবেজ আপডেট করার কথাও বলা হয়েছে। কিন্তু এখনো অধিকাংশ ডাক্তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই নির্দেশনা ঠিকমতো পালন করতেছে না | এতে করে আমাদের দেশে ব্যাঙের ছাতার মত গজে ওঠা বিভিন্ন হাসপাতাল, ও ব্যক্তিগত চেম্বার খুলে অনেক ভুয়া ডাক্তার সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে, ডাক্তার সেজে রোগী দেখছেন, যা মাঝেমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভুয়া ডাক্তারের খোঁজ পাওয়া যায় | তাই এ সকল ভুয়া ডাক্তারদের মুখোশ উন্মোচনের জন্য বিএমডিসির রেজিস্টার্ড চিকিৎসকগণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিকা ঠিক মতো পালন করলে আমাদের দেশে ভুয়া ডাক্তারদের কার্যক্রম বন্ধ করা সম্ভব|