আনোয়ারায় ধর্ষণ ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশ
মো.ফখর উদ্দিন,আনোয়ারাঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশের সমসাময়িক কর্মকাণ্ড, ধর্ষণ ও সন্ত্রাসবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে আনোয়ারা সরকারি কলেজের শিক্ষার্থী’রা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আনোয়ারা সরকারি কলেজ থেকে একটি র্যালী বের করে শিক্ষার্থীরা। র্যালীটি আনোয়ারা থানার মোড় প্রদক্ষিণ করে আনোয়ারা জয়কালী বাজার গিয়ে শেষ হয়। র্যালীতে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় আনোয়ারার পরিবেশ। প্রতিবাদে কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি যোগ দেয় সাধারণ শিক্ষার্থীরাও। বিক্ষোভকারী’রা বলেন, পরিবর্তিত বাংলাদেশে আমরা নিরাপদ নই, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে।
ধর্ষণবিরোধী নানা স্লোগানও বিক্ষোভকারীদের মুখ থেকে ভেসে আসে। এসময় তারা আরও বলেন, আমার বোনেরা ভয়ে রাস্তায় বের হতে পারছে না, প্রশাসন নীরব ভূমিকায় ধর্ষকদের অনৈতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করছে।