গজারিয়ায় নিখোঁজের ১৫ ঘন্টা পর অচেতন অবস্থায় ব্যবসায়ী উদ্ধার
রাজু আহমেদ, গজারিয়া প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বড়ইকান্দি ভাটেরচর নিজ বাসা থেকে ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় যাওয়ার সময় নিখোঁজ ব্যবসায়ী মোহাম্মদ জনি (৩৩)
অচেতন অবস্থায় পাওয়া গেছে।
গেল বুধবার দিনগত রাত আড়াই টার দিকে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার অন্তর্গত ভারতীয় সীমান্তের কাছে তাকে উদ্ধার করা হয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ১৩ লাখ ৮০ হাজার টাকা ব্যাংকে রাখতে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ব্যবসায়ী মোহাম্মদ জনি।
অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ওই দিন রাতেই গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। জিডি নম্বর-৮৩৮।
ব্যবসায়ী মোহাম্মদ জনির বাবা জালাল মোল্লা বলেন, ফুলবাড়ী উপজেলার অন্তর্গত ভারতীয় সীমান্তের কাছে আমার ছেলেকে হাত পা বাঁধা অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। ফুলবাড়ী থানায় অবস্থানরত সেনাবাহিনী খবর পেয়ে অচেতন অবস্থায় আমার ছেলে’কে উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। পরে খবর পেয়ে ফুলবাড়ি থানা থেকে আমার ছেলে কে নিয়ে এসে প্রাইভেট হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, আমার ছেলে অপহরণ হয়েছিল নাকি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল তার জ্ঞান না ফেরা পর্যন্ত আমরা কিছুই বলতে পারছি না।