শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মাসুদ’র মৃত্যুতে শিল্পমন্ত্রী ও সিনিয়র শিল্প সচিবের শোক
ফরহাদ হোসেন, স্টাফ রিপোর্টারঃ
শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মোঃ মাসুদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা।
মন্ত্রী ও সিনিয়র সচিব শনিবার (৩ আগস্ট, ২০২৪ ইং) পৃথক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব শরীফ মোঃ মাসুদ (৫৭) শনিবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে-সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১১তম ব্যাচের সদস্য ও তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায়।
ট্যাগস :