জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে বরিশাল বিভাগের দুইজন খ্যাতিমান সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশে ৪৪ বছরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদে (২০২৩-২০২৮) বরিশাল বিভাগের দুই সাংবাদিক তাদের কর্মদক্ষতায় স্থান পেয়েছে।একজন হলো আমাদের বরিশাল বিভাগের চিরচেনা মুখ , সাংবাদিকদের অহংকার মোঃ হাসান সরদার জুয়েল,অপরজন হলো ভোলা জেলার পরিচিত সাংবাদিক নজরুল ইসলাম অনু।গত ১৩/০৭/২০২৫ ইং তারিখে ঢাকায় সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ৩১ সদস্য বিশিষ্ট আগামী ৩ বছরের জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষণা করা হয় ।সেই পরিষদের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয় বরিশালের কৃতিসন্তান, সাংবাদিকদের অহংকার, বরিশালের সাংবাদিকদের চিরচেনা মুখ হাসান সরদার জুয়েল। তিনি দ্বিতীয় বারের মত জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় গোটা দক্ষিণ অঞ্চলে সাংবাদিকদের মাঝে আনন্দ বিরাজ করছে।যার ৩০ বছরের সাংবাদিকতার জীবনের স্থানীয়, জাতীয় একাধিক পত্রিকায় কাজ করেছেন। জাতীয় সাংবাদিক সংস্থার সাথে প্রায় ২৫/২৬ বছর তার পথচলা, তিনি সংস্থার বরিশাল জেলা কমিটির বিভিন্ন পদে ,বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কমিটিতে একাধিক পদে সুনামের সহিদ সাংগঠনিক কাজ গুরুত্বসহকারে করে যাচ্ছেন। তার সাংগঠনিক কর্মতৎপরতা ও সাহসী সাংবাদিকতার জন্য তাকে একাধিক পদকে ভূষিত করেছেন জাতীয় সাংবাদিক সংস্থাসহ একাধিক সংগঠন।
অপরজন ভোলা জেলার সাংবাদিকদের অহংকার নজরুল হক অনু।দীর্ঘ ৪১ বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে স্থানীয়, জাতীয়,একাধিক পত্রিকায় কাজ করা সহ টিভি চ্যানেলে কাজ করেছেন। তার সম্পাদনা ও প্রকাশনায় ভোলা থেকে দক্ষিণ প্রান্ত নামে একটা দৈনিক পত্রিকা বের হয়। নজরুল হক অনু সাংবাদিকতার জীবনের শুরু থেকেই জাতীয় সাংবাদিক সংস্থার সাথে জড়িত রয়েছে, তিনি দীর্ঘদিন ভোলা জেলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের স্থান পাওয়ায় ভোলা জেলা সাংবাদিকদের মাঝে আনন্দ বিরাজ করছেন।
উল্লেখ্য গত ১৩ জুলাই ২০২৫ রবিবার দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদ সভায় সংস্থার ২০২৫-২০২৮ সালের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ মমিনুর রশীদ শাইন সভাপতি ও মুহাম্মদ কামরুল ইসলাম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। কমিটিতে মোঃ শাহজাহান মোল্লা, নির্বাহী সভাপতি, মোঃ আলমগীর গনি, সিনিয়র সহ সভাপতি, মোঃ খায়রুল ইসলাম, সহ সভাপতি, মোঃ আতিকুর রহমান আজাদ, সহ সভাপতি, মোঃ হাসান সরদার জুয়েল,সহ সভাপতি, এড. চমন ই এলাহী, যুগ্ম মহাসচিব, মোঃ কাজী মাহমুদুল হাসান, যুগ্ম মহাসচিব, মোঃ কেফায়েত উল্লাহ কায়ছার, যুগ্ম মহাসচিব, মোঃ সাজাদুর রহমান সাজু,সহকারী মহাসচিব,মোঃ হারিসুর রহমান, সহকারী মহাসচিব, মোঃ রফিকুল ইসলাম, সহকারী মহাসচিব, মোঃ তৌহিদ রিপন, সাংগঠনিক সচিব, মোঃ ইসমাইল হোসেন এলিন, সাংগঠনিক সচিব, মোঃ নাজির হোসেন,অর্থ সচিব, মোঃ আবেদ আলী, দপ্তর সচিব মোঃ সিপন আলী, প্রচার সচিব মোঃ রাসেল ইসলাম জীবন, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ, আইন সচিব এড.ওয়াহিদুন্নবী বিপ্লব, পরিকল্পনা ও গবেষণা সচিব মোঃ সাইফুল ইসলাম,মহিলা বিষয়ক সচিব, মোছাঃ আমেনা বেগম, নির্বাহী সদস্য, মোঃ আতিকুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ গোলাম সারওয়ার, মোঃনজরুল হক অনু, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুর রশিদ মোল্লা, ড. শাহজাহান কবির ও মোঃ মাহমুদ মোস্তফা নির্বাচিত হয়েছেন।
Hasan Sardar Jewel
Editor & Publisher
Daily Barisal Somoy, Barisal
www.dailybarisalsomoy.com
E-mail:barisalshomoy24@gmail.com,editor@dailybarisalsomoy.com
Mob: 01711350201
.