“চরলক্ষ্যা এলিভেন স্টারের নাইট অলিম্পিক টুর্নামেন্টের জমকালো সমাপ্তি”
মোঃ ইব্রাহিম মিন্টু স্টাফ রিপোর্টার চট্টগ্রাম
চরলক্ষ্যা এলিভেন স্টার ক্লাবের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত নাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ২ নং ওয়ার্ড চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী আয়োজনে ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আনোয়ারা আজিজ একাদশ ও চরলক্ষ্যা জুনিয়ার একাদশ। হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচ নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ২-০ গোলে আনোয়ারা আজিজ একাদশ শিরোপা জয় করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরলক্ষ্যা শাখার সভাপতি এটিএম হানিফ। তিনি বলেন, “খেলা শুধু বিনোদন নয়, এটি আমাদের সমাজের ঐক্য ও মূল্যবোধের ভিত্তি গড়ে তোলে। তরুণদের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে ভূমিকা রাখে।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আব্দুল হালিম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর নুর, সমাজসেবক মোহাম্মদ ইমরান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শফি, ইউপি সদস্য নূর মোহাম্মদ, আইয়ুব আলী, ছালেহ মুন্সি, আজিজুর রহমান, মিনহাজ প্রমুখ।
আয়োজকেরা জানান, এই টুর্নামেন্ট চরলক্ষ্যার ক্রীড়া সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছে। অতিথিরা এ ধরনের উদ্যোগকে আরও সম্প্রসারিত করে যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার আহ্বান জানান। টুর্নামেন্টটি এলাকার ক্রীড়াপ্রেমীদের জন্য এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল।