দিঘলিয়ায় ‘নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ’ শিরোনামে পটগান অনুষ্ঠিত।
ওয়াহিদ মুরাদ,খুলনা জেলা প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আয়তুননেছা বালিকা বিদ্যালয় মাঠে ২৬ জানুয়ারি রবিবার সকাল ১১টায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধ শিরোনামে গনসচেতনতা মূলক পটগান অনুষ্ঠিত হয়েছে।
আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর থিয়েটারের পরিবেশনা এই পটগানে মানব পাচারের কারন, মানব পাচারের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠি, মানব পাচারের প্রভাব, পাচারকারীর শাস্তি ও নিরাপদ অভিবাসন ইত্যাদি বিষয়ে গানে গানে ও নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।
আয়তুন নেছা বালিকা বিদ্যালয় মাঠে পটগান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সাইদা খাতুন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ছরোয়ার হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি দি ডেইলী ট্রাইবুনালের উপজেলা প্রতিনিধি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, দৈনিক প্রবাহের উপজেলা প্রতিনিধি সৈয়দ জাহিদুজ্জামান, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো: মোশারেফ আলী সোহেল, কমিউনিটি ফ্যাসিলেটেটর নাজমুন হাছিন রিপা, সিটিআইপি সদস্য মো: আকিব হোসেন ও হোসনেয়ারা। অনুষ্ঠান শেষে পটগান সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে শারমিন খাতুন, সুমাইয়া আখি ও কিরন আক্তার জুই বিজয়ী হন।
উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকার এর সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে খুলনা জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।