মাইশার পরিবার পাবে ক্ষতি পুরন এবং সড়কে হবে ফুট ওভার ব্রীজ।
বরিশাল প্রতিনিধি।
বাস চাপায় বরিশাল বিশ্বিবদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষা বর্ষের ছাত্রী মাইশা ফৌজিয়া ( মিম) নিহত হওয়ায় ঘটনায় তার পরিবারকে ১০ ( দশ) লাখ টাকা ক্ষতি পুরন দেওয়ার কথা জানিয়েছে বাস মালিক সমিতি।
এবং বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য বরিশাল – কুয়াকাটা মহাসড়কে ফুট ওভার ব্রীজ নির্মাণের কথা জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি।
১/১১/২০২৪ ইং শুক্রবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,প্রক্টর, সিন্ডিকেট সদস্য, জেলা প্রশাসক মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ডিজিএফআইয়ের আঞ্চলিক প্রধান,,র্যাব৮ এর উপ- অধিনায়ক, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী, সেনাবাহিনীর প্রতিনিধি, নারায়ণগঞ্জ বাস মালিক সমিতির প্রতিনিধি, বরিশাল পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির প্রতিনিধি, উপস্থিত ছিলেন।
এছাড়াও বিআরটিএ কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকা এবং বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এবং বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে যে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে তাহার নাম নিহত ছাত্রী মাইশা ফৌজিয়া মিমের নামে করার প্রস্তাব করা হয়।