বাবুগঞ্জে জাতীয় পার্টির নেতা সিদ্দিকুর রহমান গ্রেফতার
।
বরিশালে প্রতিনিধি।
বাবুগঞ্জে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাধবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ( জাপা) নেতা সিদ্দিকুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছে।
বরিশালে বিএনপির অফিসে অগ্নি সংযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) সুমন কুমার দাস বিষয়টি নিশ্চিত করেন।
২৪/১০/২০২৪ ইং বুধবার দুপুরের দিকে বাবুগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে বিমান বন্দর থানা পুলিশ। এবং গ্রেফতারের পরে সিদ্দিকুরকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন জানান।
৪ আগষ্ট ২০২৪ ইং বরিশাল শহরের সদর রোডের বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় ৩৮১ জনকে নামধারী এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এবং এখন পর্যন্ত বরিশাল সিটির ৯ কাউন্সিলর সহ ২১ জন কারাগারে আছেন।