এইচএসসিতে বরিশাল বোর্ডে পাসের হার ৮১.৮৫%।
বরিশাল প্রতিনিধি
এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় শতকরা পাশের হার ৮১.৮৫ ।
১৫/১০/২০২৪ ইং মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ইউনুস আলী সিদ্দিকী শিক্ষা বোর্ড সভা কক্ষে এবারের এসএসসি পরীক্ষার ফল ঘোষণা করেন।
এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ৪১৬৭ জন পরীক্ষার্থী।
বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় মোট ৬৬ হাজার ৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছেলে ৩১ হাজার ৯৯৩ জন, এবং মেয়ে ৩৪ হাজার ৯৪ জন পরীক্ষার্থী।
ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সচিব অধ্যাপক সোমনাথ মন্ডল, কলেজ পরিদর্শক অধ্যাপক ডক্টর লিয়াকত হোসেন, বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক রফিকুল ইসলাম, এবং পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার জিপিএ ৫ বেশি পেয়েছে মেয়েরা।