এদেশে সকল ধর্মের লোক বাংলাদেশী সংখ্যালঘু নয় — ড. এম এ কাইয়ুম
বাদল চৌধুরী : মেরুল বাড্ডায় শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দূর্গাপূজার শুভেচ্ছা বিনিময় এবং পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা ১১ আসনের সর্বজন শ্রদ্ধেয় মহানগর উত্তর বি এন পি’র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পদক ড. এম এ কাইয়ুম।
এ সময তিনি বলেন, এদেশে সকল ধর্মের লোক বাংলাদেশী এখানে কেহ সংখ্যালঘু নয় | সকলে আমরা ভাই ভাই | আপনার যা অধিকার আছে আমারও তাই আছে |
তিনি বলেন,আপনাদের মন্দির উন্নয়ন ও ধর্মীয় উৎসবে বিএনপির পক্ষ থেকে আমরা সবসময় পাশে ছিলাম এবং আছি |
তিনি আরো বলেন, আপনাদের নিরাপত্তায় যাতে কোন বিঘ্ন না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরাও সজাগ আছি, কোন ধরনের সমস্যা অনুভব হলে আমাদের জানানোর আহবান রইলো |
এসময় উপস্থিত ছিলেন বাড্ডা থানা বি এন পির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল কাদের বাবু, যুগ্ন আহবায়ক এমদাদুল হক এমদাদ, যুগ্ন আহবায়ক আবুল বাশার (সাবেক মেম্বার), ৩৭নং ওয়ার্ড বি এন পি সভাপতি দীপক কুমার (সাবেক মেম্বার) , সদস্য সচিব হারুন অর রশিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।