ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে — রুহুল কবির রিজভী
{"data":{"pictureId":"33dad634cd6d4fa3bc2a16392e59b551","appversion":"4.5.0","stickerId":"","filterId":"","infoStickerId":"","imageEffectId":"","playId":"","activityName":"","os":"android","product":"retouch","exportType":"image_export","editType":"image_edit","alias":""},"source_type":"vicut","tiktok_developers_3p_anchor_params":"{"source_type":"vicut","client_key":"aw889s25wozf8s7e","picture_template_id":"","capability_name":"retouch_edit_tool"}"}
বাদল চৌধুরী :
বাডডায় রবিবার ১১টায় ঢাকা ১১আসন বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয় | লিফলেট বিতরণের প্রাক্কালে বিএনপির নেতা কর্মীদের পদচারণায় জনসভায় রূপ নেয় | লিফলেট বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব দু:সময়ের সাহসী ও বলিষ্ঠ কন্ঠস্বর রুহুল কবির রিজভী | বিতরণ প্রাক্কালে তিনি বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কাজে করে যাচ্ছি | ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে নতুবা এর সুফল পাওয়া যাবে না | তিনি আরো বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার জন্য অপচেষ্টা করছে | হাসিনার আমলে যত লুটপাট অর্থ পাচার হয়েছে তা ফিরিয়ে আনতে হবে এতে দেশ ও দশের উপকার হবে | বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক ও বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী এড.শামসুল হক শিমুল বিশ্বাস এবং ঢাকা ১১ আসনের জননন্দিত নেতা ড. এম এ কাইয়ুম | আরো বক্তব্য রাখেন ঢাকা উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল ইসলাম নিরব ও সদস্য সচিব আমিনুল হক, ডা: রফিক, জাহাঙ্গীর, বাডডা থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদের বাবু | সভা পরিচালনা করেন ঢাকা উওরের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব এজিএম শামসুল হক | এসময় উপস্থিত ছিলেন নগর, থানা, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা |