টাঙ্গাইলে হেযবুত তওহীদের নারী সম্মেলন ‘নারীর প্রকৃত মুক্তি কেবল তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় সম্ভব’
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল ১০টায় টাঙ্গাইল ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ। অনুষ্ঠানে উদ্বোধন করেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। তিনি বক্তব্যে বলেন, ‘পশ্চিমা পলিসি আমদানি করে বা কিছু কমিশন গঠন করে নারীর প্রকৃত মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্তমানে সমাজে নারীদেরকে যেভাবে ভোগ্যবস্তুতে পরিণত করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। একমাত্র তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থাই নারীদের প্রকৃত সম্মান ও অধিকার নিশ্চিত করতে সক্ষম। ইনশাআল্লাহ, তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারীরা মাথা উঁচু করে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে পারবে। এর জন্য প্রয়োজন ব্যবস্থার আমূল পরিবর্তন, যা বাংলাদেশের মানুষের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ।’
তিনি আরো বলেন, হেযবুত তওহীদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের জন্য কোনো কোটার প্রয়োজন হবে না। নারীরা অবলা বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়; তারা তাদের যোগ্যতা, প্রজ্ঞা ও মেধা দিয়েই রাষ্ট্রীয় সকল অঙ্গনে নিজেদের স্থান করে নেবে।
রসুলের (সা.) জীবনী থেকে উদাহরণ টেনে তিনি বলেন, যে সমাজে কন্যাসন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো, সেখানেই ইসলাম নারীকে সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতা দিয়েছে। নারীরা তখন শুধু মসজিদে বা ঈদের জামাতেই নয়, বরং প্রশাসনিক ও সামরিক দায়িত্বেও নিয়োজিত ছিলেন। মক্কা ও মদিনার বাজার নিয়ন্ত্রণের দায়িত্বে দুইজন নারী সাহাবী ছিলেন, যা তাদের প্রশাসনিক দক্ষতার প্রমাণ। সমাজে তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নারীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীদের এগিয়ে আসতে হবে আল্লাহর বিধান প্রচারে।- বলেন হেযবুত তওহীদের এই নেত্রী।
টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের নারী বিষয়ক সম্পাদক শরীফা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দার আলী খান পন্নী আল আওলাদ ওয়াক্ফ এস্টেটের মোতায়াল্লী ও হেযবুত তওহীদের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী ময়মনসিংহ হেযবুত তাওহীদের সভাপতি এনামুল হক বাপ্পা, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মামুন পারভেজ, ময়মনসিংহ নারী সম্পাদক রোজিনা আক্তার, বিভাগীয় নারী ও শিশু স্বাস্থ্য সম্পাদক নাসিমা আক্তার, মির্জাপুর নারী সম্পাদক হাবিবা জান্নাত, টাঙ্গাইল সদর উপজেলা নারী সম্পাদক শারমিন আক্তার, কালিহাতী উপজেলা নারী সম্পাদক খাদিজা আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেযবুত তওহীদের সদস্য বাসেলা ইসলাম।