চরমোনাইতে আজ শুরু হয়েছে অগ্রহায়নের বার্ষিক মাহফিল মাহফিল।
বরিশাল প্রতিনিধি।
বরিশালের চরমোনাইতে আজ শুরু হয়েছে অগ্রহায়ণ মাসের তিন দিনব্যাপী বাৎসরিক মাহফিল।
২৭/১১/২০২৪ ইং বুধবার জোহর নামাজের বাদে উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উদ্বোধন করেন চরমোনাইর পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।
তিনদিন ব্যাপী মাহফিলে মোট ছয়টি বয়ানের মধ্য দিয়ে আগামী শনিবার ৩০ শে নভেম্বর সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।
ইতিমধ্যে চরমোনাই পীরের ভক্ত ও অনুসারীরা দলে দলে মাহফিল ময়দানে এসে উপস্থিত হয়েছেন।
প্রতি বছরের ন্যায় এবারও মাহফিলে আগত মুসল্লিদের সার্বিক চিকিৎসা ও নিরাপত্তার জন্য ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতাল স্থাপন করেছে মাহফিল কর্তৃপক্ষ। যাহাতে মোট ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার সহ ৪০ জন চিকিৎসক থাকবে। এছাড়া বেশি অসুস্থ রোগীকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি নৌ এম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও আগত মুসল্লিদের সার্বিক সেবা করার জন্য জন্য রয়েছে মুজাহিদ কমিটির বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী।